Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

পরিচিতিঃ হাজী আব্দুল হাকিম খান এর দিঘি হিসেবেই পরিচিত এটি। ইহা যশাই    ইউনিয়নের যশাই, সমসপুর এবং কাঞ্চনপুর বিলের প্রাণকেন্দ্রে অবস্থিত। ১০০ বছরের ও পুরোনো  ইহা।

 

বিস্তারিতঃ যশাই ইউনিয়নের সর্ববৃহৎ দিঘি হিসেবে বেশ সুনাম রয়েছে। এখানে একই সঙ্গে নানা ধরনের মাছ চাষ করা হয়। এর পাড় গুলোর চর্তুদিকে ছোট বড় এবং মাঝারী আকারের আম, জাম, কাঠাল, কলা, তাল এবং মেহগনি গাছ রয়েছে। শীত কালে এখানে নানা ধরনের অতিথী পাখিরা ভির জমায়। এরা ঝাক বেধে পানিতে ভেসে  বেড়ায়। তাছারাও দিঘির পানিতে দেখা যায় রং-বেরং এর হাস। সব মিলে একটি মনোমুদ্ধকর পরিবেশের রূপ নেয়। আর বর্ষায় কানায় কানায় ভরে ওঠে দিঘির চারপাশ।

তখন ডিঙ্গি নৌকায় চরে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।

 

                                                                            জহির রায়হান

                                                                                উদ্যোক্তা

                                                                       যশাই ইউনিয়ন ডিজিটাল সেন্টার

                                                                      যশাই, পাংশা, রাজবাড়ী।

                                                                      মোবাঃ ০১৭৭৭-৫৪৫৪৮২.